ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পুলিশ হেফাজতে নির্যাতন-হত্যা বন্ধের দাবি বামজোটের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
পুলিশ হেফাজতে নির্যাতন-হত্যা বন্ধের দাবি বামজোটের বামজোট

ঢাকা: সিলেটসহ সারাদেশে পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যা বন্ধ এবং দায়ী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার (১৪ অক্টোবর) জোটের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে এ দাবি করা হয়।

নেতারা বলেন, সিলেটে অভিযুক্ত রায়হান আহমদকে গ্রেফতার করে পরিবারকে টাকা ঘুষ দেওয়ার জন্য চাপ দেয় এবং ঘুষ না পেয়ে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। এটা শুধু সিলেটে নয়, দেশের বিভিন্ন স্থানে অভিযুক্তদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এতে করে অনেকেই মৃত্যুবরণ করে এবং অনেকেই পঙ্গুত্ববরণ ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। যা মানবাধিকার ও গণতান্ত্রিক আইনের শাসনের পরিপন্থী। স্বাধীন দেশে পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

দেশের বিভিন্ন স্থানে থানা পুলিশ হেফাজতে নির্যাতনে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাম গণতান্ত্রিক জোট নেতারা রিমান্ডের নামে পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধের আইনের সুষ্ঠু প্রয়োগ এবং দায়ী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
আরকেআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।