ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণফোরাম থেকে ৮ জন বহিষ্কার, ১২ ডিসেম্বর কাউন্সিল

মহসিন হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
গণফোরাম থেকে ৮ জন বহিষ্কার, ১২ ডিসেম্বর কাউন্সিল

ঢাকা:  ড. কামাল হোসেন ও রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণফোরামের মূল অংশ আগামী ১২ ডিসেম্বর কেন্দ্রীয় কাউন্সিল করার ঘোষণা দিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় এ ঘোষণা দেন সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর মোস্তফা মহসীন মন্টু ও অধ্যাপক আবু সাইয়িদের নেতৃত্বে বিদ্রোহী অংশ জাতীয় প্রেসক্লাবে বর্ধিত সভা করেন। ওই সভা থেকে আগামী ২৬ ডিসেম্বর কাউন্সিল করার ঘোষণা দেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে মূল অংশের সভায় সভাপতিত্ব করেন মোকাব্বির খান এমপি। উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, আওম শফিক উল্লাহ, মহসিন রশিদ, সুরাইয়া বেগম, জানে আলম ও মোশতাক আহমেদসহ দলের ৭০সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সবাই।

সভা থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ১২ ডিসেম্বর দলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ঢাকায় অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সভা থেকে জানানো হয় দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের কারণে ৮জন কেন্দ্রীয় নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবু সাইয়িদ, মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, খান সিদ্দিকুর রহমান, হেলাল উদ্দিন, আব্দুল হাসিব চৌধুরী ও লতিফুল বারী হামিম।

২০১৯ সালে পুরোনো কমিটি ভেঙে দিয়ে মোস্তফা মহসীন মন্টুর স্থলে ড. রেজা কিবরিয়াকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার পর থেকেই গণফোরামের মধ্যে সাংগঠনিক সমস্যার সৃস্টি হয়।

এদিকে মোস্তফা মহসীন মন্‌টুর নেতৃত্বাধীন অংশ ইতোমধ্যে ড. রেজা কিবরিয়াসহ চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানায়। এই চারজন হলেন, রেজা কিবরিয়া, মহসিন রশীদ, আওম শফিক উল্লাহ ও মোশতাক আহমেদ। যারা শনিবারের কেন্দ্রীয় কমিটির সভায় মূল নেতৃত্বে ছিলেন। এই সভায় দলটির প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এমএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।