ঢাকা: ঢাকা-৫ আসনের উপনির্বাচনে শতকরা ১০ ভাগের কিছু বেশি ভোট পড়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ঢাকা শহরের একটা অংশ, সেখানে শতকরা ১০ ভাগ ভোট পড়েছে। এতে বোঝাই যায়, এ সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনকে অগ্রহণযোগ্য ও পরিত্যক্ত করে ফেলেছে।
রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নজরুল ইসলাম খান।
পরে তিনি সাংবাকিদের বলেন, ‘সরকার নির্বাচনকে পরিত্যক্ত করে ফেলার কারণে দেশের মানুষ আর ভোট দিতে যেতে চায় না। কারণ তারা জানে, গিয়ে লাভ নেই। সরকার যা সিদ্ধান্ত দেবে, সেটাই হবে। এটাতো আসলে কোনো নির্বাচন না। নির্বাচন কমিশনের বক্তব্য হলো আওয়ামী লীগ জিতলেই নির্বাচন সুষ্ঠু। ভোট কেউ দিল কি দিল না, সুষ্ঠু হলো কি হলো না, ভোটাররা গেলো কি গেলো না, সেখানকার পরিবেশ কেমন ছিল, এর কোনো কিছুই বিবেচ্য বিষয় না। ’
তিনি বলেন, ‘গোটা বিশ্বের মানুষ আজ করোনা ভাইরাস মহামারিতে আক্রান্ত। বাংলাদেশ করোনার পাশাপাশি দুর্নীতি, অনাচার, নারী ও শিশু নির্যাতন এবং দলীয়করণ এ ধরনের আরও কয়েকটা মহামারিতে আক্রান্ত। এত মহামারি থেকে আল্লাহ যাতে দেশটা হেফাজত করে সেজন্য দোয়া করা হয়েছে। ’
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এমএইচ/এফএম