ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির ডাকা হরতালে মাঠে নেই নেতাকর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
বিএনপির ডাকা হরতালে মাঠে নেই নেতাকর্মী বিএনপির ডাকা হরতালে মাঠে নেই নেতাকর্মী। ছবি: বাংলানিউজ

নওগাঁ: বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলায়।

রবিবার (১৮ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।

কিন্তু বিএনপির ডাকা হরতালে মাঠে নেই নেতাকর্মী।

সকাল থেকেই দুই উপজেলার কোথাও হরতালের কোনো প্রভাব দেখা যায়নি। সবকিছুই স্বাভাবিক চলছে। যান চলাচল ছিলো স্বাভাবিক। পাশাপাশি সকল দোকান, হাট বাজার ও শপিংমলগুলো অন্যদিনের মতই খোলা রয়েছে। কোথাও বিএনপির মিছিল, মিটিং কিংবা হরতাল সমর্থনে সেমিনার করতে দেখা যায়নি।

হরতালকে সামনে রেখে দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বাংলানিউজকে জানান পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

শনিবার (১৭ অক্টোবর) এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়। বিএনপি এই নির্বাচনকে একটি প্রহসন ও ডিজিটাল পদ্ধতিতে ইভিএমের মাধ্যমে ভোট চুরির একটি অন্যতম উপায় বলে দাবি করেন। এ নিয়ে শনিবার রাতে জেলা শহরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে এক পথসভায় এই হরতালের ডাক দেয় বিএনপি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।