ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রায়হান হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২০
রায়হান হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি

ঢাকা: সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং হত্যাকারীকে চিহ্নিত করে দৃষ্টটান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।  

সোমবার (২ নভেম্বর) দুপুরে রাজধানী পল্টনের মুক্তিভবনে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলন থেকে এ দাবি করা হয়।

 

সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ কাফি রতন লিখিত বক্তব্য পাঠ করেন।  

সংবাদ সম্মেলন থেকে বলা হয়, শুধু সিলেট নয়, সরকারের ব্যর্থতার কারণে সারা দেশ হত্যা, ধর্ষণ, নিপীড়নের চারণভূমিতে পরিণত হয়েছে। সিলেটে এমসি কলেজে ধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে যুবলীগ নেতাদের ধর্ষণ এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া, রংপুরে এসআইর স্কুলছাত্রী ধর্ষণ- সবকিছুই একই সূত্রে গাঁথা।

‘দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ সরকার। তাই বাম গণতান্ত্রিক জোট অবিলম্বে তদারকি সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করছে। ’

সংবাদ সম্মেলন থেকে নিহত রায়হানের মায়ের প্রতি সমবেদনা জানিয়ে ছয় দফা দাবি উত্থাপন করা হয়।  

দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অবিলম্বে প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার, পুলিশের হেফাজত থেকে যাদের সহযোগিতায় তিনি পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, পুলিশের অপরাধের তদন্ত পুলিশ দিয়ে নয়, পিবিআইয়ের পরিবর্তে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও ঘটনার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে পূর্ণাঙ্গ বক্তব্য দিতে হবে।

এর আগে গত ২৮ অক্টোবর বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সিলেটে রায়হানের মা সালমা বেগম ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বক্তব্য শোনেন।  

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর হোসেন, গণসংহতি আন্দোলনের মনিরুদ্দীন পাপ্পু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী) দলের ফকরুদ্দিন কবির আতিক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল্লাহ সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।