ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুম-খুন সরকারের কাজ হতে পারে না: নজরুল ইসলাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
গুম-খুন সরকারের কাজ হতে পারে না: নজরুল ইসলাম বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

ঢাকা: ঢাকা-১৮ আসনের ভোটারদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারকে বুঝতে দিন সরকার যা করছে সেটা সঠিক নয়। গণতন্ত্রকে ধ্বংস করা, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে জনগণের স্বার্থ হানি করা, দুর্নীতি, গুম, খুন নির্যাতন করা কোনো সরকার বা সরকারি দলের কাজ হতে পারে না।

কাজেই এসব তাদের বন্ধ করতে হবে। আগামী ১২ নভেম্বর একটা সুযোগ আছে। আপনারা সেটা কাজে লাগাতে পারেন।  

শুক্রবার (৬ নভেম্বর) উত্তরা ৯ নম্বর সেক্টরে আমান জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীরের পক্ষে গণসংযোগের আগে পথসভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, কয়েকদিন আগে ঢাকা-৫ আসনে ভোট হল। সেখানে শতকরা ১০ শতাংশ লোক ভোট দিতে গেছে। তার মধ্যে শতকরা ৮ শতাংশের মতো আওয়ামী লীগের লোক গেছে। সেখানে যদি শতকরা ১০ শতাংশ বিএনপির লোক যেত, তাহলে তো আমরা জিততে পারতাম। কাজেই আপনারা যত সংখ্যক ভোট কেন্দ্রে যাবেন ততটা ফলাফল এ সরকারের বিপক্ষে যাবে।  

ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেন, প্রতিদিন আমাদের গণসংযোগে হাজার হাজার মানুষ অংশ নেন। ধানের শীষের গণসংযোগ মানেই একটা বিশাল স্বতঃস্ফূর্ত সমাবেশ। এ জনসমর্থন দেখে আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের নৌকা প্রতীকের নেতাকর্মীরা ভয় পেয়ে গেছে। এ কারণে প্রতিদিনই আমাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়। আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়ার পরও আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেয়। আমি প্রশাসনকে বলব, একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।  

পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উত্তরা ৯ নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে গণসংযোগ করেন নজরুল ইসলাম খান।

এ সময় তার সঙ্গে ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা তাবিথ আউয়াল, নাজিম উদ্দিন আলম, শহীদুল ইসলাম বাবুল কাজী, আবুল বাশার, হাবিবুর রশিদ হাবিব, বজলুল বাছিত আনজু, রাজীব আহসান, আবদুল আলীম নকী, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, রফিক শিকদার, হায়দার আলী লেলিন, ওমর ফারুক শাফিন, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, ওলামা দলের আহ্বায়ক নেসারুল হক, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, প্রচার সম্পাদক নাজনীন মাহমুদ, আদাবর থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাহমিনা আফরিন নিতা, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।