ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জাহাঙ্গীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জাহাঙ্গীর

ঢাকা: ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিজের প্রচারণা বন্ধ রেখে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে ঢাকা-১৮ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমানসহ জিয়ার সমাধিতে যান জাহাঙ্গীর।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছি। ক্ষমতাসীন আওয়ামী লীগের বাধা সত্ত্বেও ভোটারদের কাছে যাচ্ছি এবং যাওয়ার চেষ্টা করছি। ভোটারদের ব্যাপক সাড়া আছে। ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ কিছু অপকর্ম শুরু করেছে। গতরাতে আওয়ামী লীগের একটি অফিসে আগুন দিয়েছে তারা নিজেরাই। এরপর আমাদের নেতাকর্মীদের বাসায় বাসায় হামলা করেছে। নেতাকর্মীদের বাসায় বাসায় যাচ্ছে পুলিশ। রাতে দক্ষিণখানে বেশ কিছু নেতাকর্মীর বাসায় গিয়েছে পুলিশ।

তিনি আরো বলেন, আসলে তারা নিজেরা নিজেদের অফিসে আগুন দিয়েছে আমাদের নামে মামলা দেওয়ার জন্য। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ যাচ্ছে। তাদের উদ্দেশ্য আমাদের মাঠছাড়া করা। গায়েবি মামলা দেওয়া তাদের অতীতের যে রেওয়াজ সেই একই পথে হাঁটছে। আওয়ামী লীগ যতই যড়যন্ত্র করুক আমরা মাঠে আছি, মাঠে থাকব এবং ভোটকেন্দ্রেও থাকব।

এ সময় বিএনপি প্রার্থীর সঙ্গে ছিলেন, বিএনপি নেতা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আমিনুল হক, নাজিম উদ্দিন আলম, আ ক ম মোজাম্মেল হক, রফিক শিকদার হায়দার আলী লেলিন, রাজীব আহসান, আকরামুল হাসানসহ কয়েক হাজার নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।