ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে ন্যাপের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে ন্যাপের নিন্দা লোগো

ঢাকা: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

রোববার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এ দাবি জানান।

নেতারা বলেন, ‘দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতেই ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিরতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের লক্ষ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এ অপশক্তি মরিয়া হয়ে উঠেছে। ইতোমধ্যে এ অশুভ শক্তির তৎপরতা ও ষড়যন্ত্রের আসল চেহারা ফুটে উঠেছে। অসাম্প্রদায়িক বাংলাদেশকে ক্ষত-বিক্ষত করার গভীর ষড়যন্ত্র চলছে। ’

তারা বলেন, ‘ভাস্কর্য নিয়ে আলেমদের আরও বেশি সতর্ক হওয়া উচিত। তাদের বোঝা উচিত বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট। তাদের যেকোনো আন্দোলন কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করে কোনো ধরনের অপকর্ম সম্পাদন করতে না পারে। তাদের মনে রাখতে হবে, উসকানি দেওয়ার বহু গোষ্ঠী রয়েছে, কিন্তু ওই সব গোষ্ঠীকে আলেমদের বিপদে পাওয়া যায় না। তারা আলেমদের আবেগ-অনুভূতি ব্যবহার করে মূলত নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে থাকে। ভাস্কর্য ইস্যু জাতিকে বিভেদ, অনৈক্য ও সংঘাতের দিকে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিরোধ করতে প্রয়োজন সব গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির ঐক্য। ’

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।