ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বঙ্গবন্ধুর মর্যাদা ক্ষুণ্ণকারীদের ছাড় দেওয়া হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
‘বঙ্গবন্ধুর মর্যাদা ক্ষুণ্ণকারীদের ছাড় দেওয়া হবে না’

কক্সবাজার: বঙ্গবন্ধুর একজন কর্মীও যদি বেঁচে থাকতে বঙ্গবন্ধুর মর্যাদা ক্ষুণ্ণকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রোববার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রামু চৌমুহনী স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি কমল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা অতীতেও ঘটিয়েছিল স্বাধীনতাবিরোধীরা। তারা এখন আবার তাদের সেই পুরনো অপকর্ম শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রতিহত করার জন্য যথেষ্ট।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে মুসলিম মনীষা, জাতির পিতা ও জাতীয় নেতাদের ভাস্কর্য দর্শনীয় স্থানগুলোতে স্থাপিত হয়েছে। এ নিয়ে ওইসব দেশে কখনো বিতর্ক হয়নি। এ দেশে ৩৫ বছর আগে জিয়াউর রহমানের ভাস্কর্য স্থাপিত হলেও কেউ অভিযোগ করেনি। শুধু রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কতিপয় আলেমকে দিয়ে বঙ্গবন্ধু ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

রামু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মাস্টার ফরিদ আহমদ। ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য দেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা সৈয়দ মো. আবদুস শুক্কুর, উপজেলা যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন, নবীউল হক আরকান, মাসুদুর রহমান, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আনছারুল হক ভূট্টো, রামু উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, দপ্তর সম্পাদক আরিফ খান জয়, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মোহাম্মদ নোমান, তসলিম উদ্দিন সোহেল, মো. রিয়াদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।