ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা: আন্দোলনরত তাজরীন ফ্যাশন ও এ ওয়ান (বিডি) গার্মেন্টসের শ্রমিকদের ওপর বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর পল্টন মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন। বিক্ষোভ সমাবেশ থেকে বাম জোটের কেন্দ্রীয় নেতারা আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল কাফি রতন বলেন, আজ ভোরে আন্দোলনরত তাজরীন গার্মেন্টস এবং এওয়ান লিমিটেডের শ্রমিকরা যখন ঘুমাচ্ছিলো তখন পুলিশ তাদের ওপরে নিপীড়ন চালায়। আমরা বলতে চাই সাধারণ মানুষের ওপরে নির্যাতন করে শ্রমিকের ওপর নির্যাতন করে আপনারা কোনো দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তাজরীন ফ্যাশন লিমিটেডের আহত শ্রমিকদের তিন দফা এবং এ ওয়ান বিডি লিমিটেডে বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধের দাবি করছি। আমরা কৃষক শ্রমিক ক্ষেতমজুরদের লড়াইয়ের সঙ্গে আছি।

বিক্ষোভ সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোটের একটি প্রতিবাদী মিছিল পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ বঞ্চিত আহত শ্রমিকরা গত ১৮ সেপ্টেম্বর থেকে এবং ১১ মাসের বকেয়া বেতনের দাবিতে এ-ওয়ান (বিডি) গার্মেন্টসের শ্রমিকরা গত ২ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।