ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের জবাবদিহিতা নেই: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের জবাবদিহিতা নেই: দুলু

নাটোর: দেশে আজ রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের কোনো জবাবদিহিতা নেই। অযোগ্য লোকজন মন্ত্রী-এমপি হচ্ছে এ কারণে রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছে।

এ থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।