ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নজরুল ইসলাম খান করোনামুক্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
নজরুল ইসলাম খান করোনামুক্ত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনা ভাইরাসমুক্ত হয়েছেন।  

রোববার (১৩ ডিসেম্বর) সকালে তার করোনার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

রোববার বেলা পৌনে ১২টায় নজরুল ইসলাম খান বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, সকালে করোনার নেগেটিভ রিপোর্ট পেলাম। চিকিৎসককে বলেছি যত দ্রুত সম্ভব আমাকে ছাড়পত্র দিন, বাসায় যাবো।

গত ৩০ নভেম্বর বিকেলে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। সেদিনই সন্ধ্যায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের ছাড়পত্র পেলে আগামী দুই থেকে একদিনের মধ্যে বাসায় ফিরবেন বলে জানান তিনি। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় রেস্টে থাকবেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।