ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভাস্কর্য কোনো বিতর্কের বিষয় নয়: ড. কামাল হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
ভাস্কর্য কোনো বিতর্কের বিষয় নয়: ড. কামাল হোসেন সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনসহ অন্যরা, ছবি: শাকিল

ঢাকা: গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ভাস্কর্য কোনো বিতর্কের বিষয় নয়। এটা সেটেল ইস্যু।

যে পটভূমিতে ভাস্কর্য নিয়ে বিতর্ক হচ্ছে, সে পটভূমিতে ভাস্কর্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বেইলি রোডে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ভাস্কর্য নিয়ে যতটা ক্লারিফাই করার চেষ্টা করা হবে, ততটা ঘোলাটে হবে। ধর্মের সঙ্গে ভাস্কর্যের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, সম্প্রতি গণফোরামের অভ্যন্তরে ভুল বোঝাবুঝির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উদ্ভূত সমস্যা সমাধানকল্পে সহকর্মীদের সঙ্গে নিয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এরইমধ্যে দলের অভ্যন্তরে যে বহিষ্কার-পাল্টা বহিষ্কার হয়েছে তা অকার্যকর বলে গণ্য হবে।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।