ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাপার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এরশাদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
জাপার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এরশাদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা 

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় পার্টি।

শুক্রবার (০১ জানুয়ারি) সকাল ৯টায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এসময় বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর পার্টি চেয়ারম্যান শীর্ষ নেতৃবৃন্দসহ দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে এরশাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সম্বৃদ্ধি কামনায় দোয়া করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, দলের প্রেসিডিয়াম সদস্য এমপি মসিউর রহমান রাঙ্গা, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমপি নাজমা আক্তার, এমপি লিয়াকত হোসেন খোকা, উপদেষ্টা  অধ্যক্ষ এমপি রওশন আরা মান্নান, মাহমুদুর রহমান মাহমুদ, মেহেরুন্নেসা খান হেনা পন্নি, ভাইস-চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, এমপি আহসান আদেলুর রহমান, সালমা হোসেন, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, আমির উদ্দিন আহমেদ ডালু, অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী, ফখরুল আহসান সাহজাদা, মো. বেলাল হোসেন, ইকবাল হোসেন তাপস, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, মো. হেলাল উদ্দিন, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এসএমএকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।