ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইটনায় নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
ইটনায় নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় নদীতে পড়ে নিখোঁজ হৃদয় (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঘোড়াউত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হৃদয় হবিগঞ্জ জেলার যাত্রাবড়বাড়ি এলাকার আব্দুল আউয়ালের ছেলে এবং এমভি শামীম নামে একটি লঞ্চে কাজ করতেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১ জানুয়ারি) সকালে উপজেলার এলংজুরী বাজার সংলগ্ন শ্মশানঘাট এলাকার ঘোড়াউত্রা নদীতে লঞ্চ থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন হৃদয়। অনেক খোঁজাখুজির পরও তার কোনো সন্ধান মিলেনি। সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলে নৌকা নিয়ে পুলিশ ঘটনাস্থলের কিছুটা দূরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করে।  

বিষয়টি নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বাংলানিউজকে জানান, ঘোড়াউত্রা নদী থেকে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।