ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আজকের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ছাত্রলীগেরই সৃষ্টি: নানক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
আজকের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ছাত্রলীগেরই সৃষ্টি: নানক বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক

ঢাকা: আজকের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ছাত্রলীগেরই সৃষ্টি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগ এ সভার আয়োজন করে।

নানক বলেন, তিনি (শেখ হাসিনা) ছাত্র রাজনীতি করেছেন, ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। এ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েই তিনি দেশপ্রেম ও দেশ পরিচালনা শিখেছেন। সেই কারণে ‘শেখ হাসিনা’ নামটি একটি বিপ্লবী নামে তৈরি হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ছাত্রলীগ আমাদের কাছে ইতিহাসের ও ঐতিহ্যর নাম। এ ছাত্রলীগই আমাদের শিখিয়েছে দেশপ্রেম। এ দেশের মানুষের কল্যাণে যা হয়েছে সবই ছাত্রলীগ করেছে। আমিও ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পেরে নিজেকে গর্বিত মনে করি।

তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলে মা যখন সন্তানের মরদেহের কাছে যেত না, সন্তান যখন মায়ের মরদেহের কাছে যেত রাজি ছিল না, ঠিক সেই মুহূর্তেও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের দাফন-কাফনসহ সব ধরনের ব্যবস্থা করেছে।  

নানক বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা মহামারি করোনা ভাইরাস মোকাবিলার জন্য দেশ লকডাউন করেছেন। তবে লকডাউনে মানুষ যাতে ক্ষতির সম্মুখীন না হয় সেই বিষয়ে সর্বক্ষণিক নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। জীবন বাঁচাতে বেশ কিছু দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।