ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ.লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ে উপকমিটির ৬ বিশেষজ্ঞ প্যানেল 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
আ.লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ে উপকমিটির ৬ বিশেষজ্ঞ প্যানেল  ...

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে ছয়টি বিশেষায়িত বিষয়ে ছয়টি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে।  

বুধবার (০৬ জানুয়ারি) বিকেলে ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির প্রথম সভায়
এসব বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়।

সভায় উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন মনসুর সভাপতিত্ব করেন এবং উপকমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর সঞ্চালনা করেন।  

এসময় উপকমিটির সদস্য আ ফ ম রুহুল হক, এ বি এম ফজলে করিম চৌধুরী, মো. আবু জহির, মো. সাইফুজ্জামান শেখর, নাসিমুল আলম চৌধুরীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় গঠিত প্যানেলগুলো হলো- বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, রেল, আইসিটি, আমার গ্রাম-আমার শহর এবং অবকাঠামো৷

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর জানান, এসব বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা উপকমিটির তত্ত্বাবধানে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কসপসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে। একইসঙ্গে এসব টেকনোলজিক্যাল বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

বাংলাদেশ সময় ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।