ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ৩ উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
বগুড়ায় ৩ উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটি

বগুড়া: বগুড়ায় তিন বছর পর গাবতলী, নন্দীগ্রাম এবং কাহালু উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস এবং সাধারণ সম্পাদক অসীম কুমার রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটি এক বছর মেয়াদী হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাবতলী উপজেলায় সভাপতি হিসেবে মিজানুর রহমান পান্না ও আব্দুর গফুর সাধারণ সম্পাদক, নন্দীগ্রাম উপজেলায় সভাপতি হিসেবে তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক শুভ আহমেদ এবং কাহালু উপজেলায় সৌগির আহমেদকে সভাপতি ও হুমায়ুন আহমেদ উচ্ছ্বাসকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

গাবতলী উপজেলা কমিটিতে সহ-সভাপতি পদে আবু হানজামা সরকার ছইম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রাকিবকে রাখা হয়েছে। অপরদিকে, নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগে সহ-সভাপতি পদে আল নোমান নাদিম ও জয়দেব চন্দ্র রায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রিফাত আলী ও আবু তৌহিদ রাজিবকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কাহালু উপজেলায় নবগঠিত কমিটিতে সোয়েল রানাকে সহ-সভাপতি, মো. রনিকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. বায়েজিদকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, নবগঠিত কমিটির পরিধি বাড়াতে সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেওয়া হবে। এছাড়া অচিরেই জেলার বাকি উপজেলাগুলোর কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।