ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জ আওয়ামী লীগ দুর্বল নয়: আনোয়ার হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ দুর্বল নয়: আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ দুর্বল নয়। অনেকে দুর্বল করার চেষ্টা করে প্রচার করে কিন্তু পরে মূলধারায় চলে আসে।

কারো জন্য আওয়ামী লীগ সরকার বদনাম কাঁধে নেবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার আদর্শে যারা রাজনীতি করে তারা হলেন প্রকৃত আওয়ামী লীগার। রাজনীতি করতে হলে ভাই-বোনের কাছে যেতে হবে না। যোগ্য হলে তাকেই দলের শীর্ষ পদে আসীন করবেন সভানেত্রী শেখ হাসিনা।  

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁয়ের ইছাপাড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাত, সোনারগাঁ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মামুন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু ভূঁইয়া, আবদুল কাদির, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান দীপু সামসুজ্জামান ভাসানী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সদস্য ফারুক হোসেন, মোস্তাফিজুর রাহমান মাসুম, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ জেলা ও সোনারগাঁয়ের গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় মসজিদের উন্নয়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা করেন আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।