ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের দুঃসময়ের বন্ধু ছিলেন শহীদ মনিরুজ্জামান বাদল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
ছাত্রলীগের দুঃসময়ের বন্ধু ছিলেন শহীদ মনিরুজ্জামান বাদল

বাগেরহাট: বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেছেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদল ছিলেন ছাত্রলীগের দুঃসময়ের বন্ধু। ছাত্রলীগকে সংগঠিত করার জন্য তার অবদান ছিল অবিস্মরণীয়।

নিজের কথা না ভেবে সব সময় দলের কথা ভেবেছেন এই নেতা। শহীদ এই নেতা বাগেরহাটের মানুষের গর্ব। তিনি বেঁচে থাকলে বাগেরহাটের ইতিহাস পাল্টে যেত।

শনিবার (০৯ জানুয়ারি) জোহর বাদ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ২৯তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম জীবনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন- ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম খোকন, শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইমরান শেখ, শরণখোলা উপজেলা যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিলন প্রমুখ।

এর আগে, শরণখোলা উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি শোক র‌্যালি রায়েন্দা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারস্থ শহীদ মনিরুজ্জামান বাদল এবং ছাত্রলীগ নেতা হাসান মীরের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। শহীদ মনিরুজ্জামান বাদল ও শরণখোলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবুল হাসান মীরের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদল ১৯৯২ সালের ৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে আততায়ীর গুলিতে নিহত হন। তিনি শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার এলাকার বাসিন্দা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম নাছের উদ্দিন আকনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।