ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ছাত্র ফেডারেশনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, জানুয়ারি ১০, ২০২১
ছাত্র ফেডারেশনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা: নাগরিকদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন ও শিক্ষার্থীদের বেতন-ফি ৫০ শতাংশ কমিয়ে দেওয়াসহ স্বৈরাচারী শাসন পতনের লক্ষ্যে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার ডাকের মধ্য দিয়ে ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

১৯৮৫ সালের ১০ জানুয়ারি শ্রমিকশ্রেণির রাজনীতি বিকাশের সহায়ক ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে ছাত্র ফেডারেশন গঠিত হয়।

৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১০ জানুয়ারি) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তি-সংগ্রামের সকল শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতারা।

এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, মশিউর রহমান খান রিচার্ড, দপ্তর ও পাঠাগার সম্পাদক এম. এইচ. রিয়াদ, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কেন্দ্রীয়ভাবে এবং পর্যায়ক্রমে সারাদেশের সব শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে সংগঠনটি। আগামী ২৬ জনুয়ারি কেন্দ্রীয়ভাবে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সমানে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।