ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

আনোয়ার হোসেন হত্যার ঘটনায় জি এম কাদেরের ক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
আনোয়ার হোসেন হত্যার ঘটনায় জি এম কাদেরের ক্ষোভ জি এম কাদের

ঢাকা: জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সদস্য ও লোহাগড়া উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেনকে অপহরণ-হত্যার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবাদ লিপিতে তিনি ক্ষোভ জানান।

জি এম কাদের বলেন, এক মাস আগে অপহরণের পর জাপা নেতা আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপহরণ ও হত্যার রহস্য উদঘাটন করে প্রকৃত দোষীদের আইনের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান বলেন, অপহরণ ও হত্যা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।  

জি এম কাদের প্রয়াত জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।  

জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সদস্য ও লোহাগড়া উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেনকে অপহরণ-হত্যার ঘটনায় একইভাবে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।