ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুর জেলা ছাত্রলীগ সভাপতির অব্যাহতি প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
রংপুর জেলা ছাত্রলীগ সভাপতির অব্যাহতি প্রত্যাহার

রংপুর: রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনির অব্যাহতি আদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (৩১ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনির ওপর আরোপিত অভিযোগ আদালতে সত্য প্রমাণিত না হওয়ায় তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে পুনরায় রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদে পুনর্বহাল করা হয়।

এছাড়াও আগামী ২ মাসের মধ্যে সাংগঠনিক নিয়ম অনুযায়ী রংপুর জেলা ছাত্রলীগের সম্মেলন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।

গত বছরের ৫ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনির বিরুদ্ধে ভুয়া বিয়ে করে একাধিকবার ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন এক স্কুল শিক্ষিকা। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ১২ অক্টোবর রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিলো তাকে।

তখন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরকারকে রংপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিলো।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।