ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে বিএনপি প্রার্থীর সমর্থকদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
যশোরে বিএনপি প্রার্থীর সমর্থকদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ

যশোর: যশোরের বাঘারপাড়া পৌরসভা নির্বাচনের আগে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর অনুসারীরা ধানের শীষ প্রতীকের কর্মী ও সমর্থকদের বাড়িতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী আব্দুল হাই মনা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, নির্বাচনে ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে বিএনপি প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন। এতে আওয়ামী লীগ প্রার্থী মো. কামরুজ্জামান বাচ্চু দিশেহারা হয়ে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিএনপি কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি তাণ্ডব চালিয়েছেন। ওইদিন রাতে শতাধিক মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা ধানের শীষের কর্মী আবু হুরাইয়া আশা, হাসান আলী, মো. আনোয়ার হোসেন, মো. বাবুল আক্তার, আবু তালেব, মতিয়ার রহমান, বাহারুল ইসলামের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাণ্ডব চালায়।

তিনি বলেন, সন্ত্রাসীরা কর্মীদের বাড়ি-ঘর, আসবাবপত্র ভাঙচুরসহ পুরুষ-নারীদের হুমকি-ধামকি দেয়। সন্ত্রাসীদের এমন তাণ্ডবে বাঘারপাড়া সদরসহ পুরো এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসী তাণ্ডব চলাকালে সাধারণ মানুষ মাইকে ঘোষণা দিয়ে একত্রিত হয়ে তাদের প্রতিরোধ করে। সেখান থেকে ফিরে সন্ত্রাসীরা ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যা প্রচারণা চালায় এবং বিএনপির অর্ধশত নেতাকর্মীর নামে সাজানো মামলা করে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হামলাকারী সন্ত্রাসীদের মধ্যে ছিলেন ফয়সাল, ফরিদ, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, রাসেল, কানা বাবু, রানা, সুজন, তরিকুল ইসলাম, ওমান, চয়ন হোসেন, রবিউল ইসলাম খুরশিদ, হাফিজুর রহমান, বাবুল কুমারসাহা, রিয়েল, সোহেল, আরিবর কাদের, পলাশ প্রমুখ।

অ্যাডভোকেট সাবু আরও বলেন, একটি নির্বাচনী সভার পর সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে ওঠে সেই সভায় সরকার দলীয় একজন প্রভাবশালী নেতা অংশ নেন। ভোট ডাকাতির করার ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণের আগে সন্ত্রাসীরা এ তাণ্ডব চালিয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী আব্দুল হাই মনা বলেন, তিনি প্রার্থী হয়েও আতঙ্কের মধ্যে আছেন। ইতিপূর্বে তার বাড়িতে অর্ধশতাধিক সন্ত্রাসী গিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। সেই সময় আমাকে হুমকি দিয়ে সন্ত্রাসীরা বলেন, ‘ভোট হয়ে গেলে এলাকায় আসবি। ভোটের সময় এলাকায় দেখলে মেরে ফেলবো।  

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, যশোর নগর বিএনপি নেতা আলী হোসেন মদন, বাঘারপাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান, বাঘারপাড়া পৌর বিএনপি নেতা মাসুদ আলম টিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।