ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বরিশাল: বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডেভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যরা।  

সমাবেশে বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।  

আপরদিকে বেলা ১১টায় সাংবাদিক মাইনুল হাসান সড়কে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে বরিশাল উত্তর জেলা বিএনপি।

বরিশাল উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুস ছত্তার খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মেহেন্দিগঞ্জ পৌর বিএনপি সভাপতি জিয়া উদ্দিন সুজন, মুলাদী উপজেলা বিএনপি সহ-সভাপতি অ্যাডেভোকেট তরিকুল ইসলাম দিপু, হিজলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডেভোকেট নুরুল আলম রাজু, উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কবীর উদ্দিন আফসারী ও উত্তর জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম সুজনসহ ছাত্রদল নেতা নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।