ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ধুনটে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
ধুনটে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ধুনট উপজেলার বাজার এলাকায় এ সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও উপজেলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন—উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজাউদৌলা রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন বাবু, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাজেদুল ইসলাম সাগর, যুবলীগের সুজন, বলয় মন্ডল, ছাত্রলীগের রাজু সুলতান, রুবেল বাবু, আরিফ, নাসিম, হৃদয়, আকাশ এবং অপর পক্ষের ধুনট পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা, আহ্বায়ক পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস ছাত্তার ও যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম মিঠু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপনকে মারধর করা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আওয়ামী লীগের দুই গ্রুপের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। পাশাপাশি ইট-পাটকেল ছোড়াছুড়িতে উপজেলা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এ সময় ইটপাটকেল ছোড়াছুড়ি হচ্ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করতে হয়েছে। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।