ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে টিকা নিয়েছেন ৫ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
খালেদা জিয়ার সঙ্গে টিকা নিয়েছেন ৫ জন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও তার বাসভবনের আরও পাঁচজন করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।

সোমবার (১৯ জুলাই) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে তারা করোনার টিকা নেন।

বিএনপি চেয়ারপারসন টিকা নিয়ে গুলশানের বাসায় ফেরার পরে তার চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, করোনার টিকা যেটা আজকে এভেলেবল সেটা বিএনপি চেয়ারপারসন নিয়েছেন। শুধু উনিই নেননি, উনার বাসার আরও পাঁচজন টিকা নিয়েছেন।

অধ্যাপক জাহিদ জানান, গুলশানের বাসার আরও কয়েকজন টিকা আগেই নিয়েছেন। আপনারা বলতে পারেন, উনি গাড়ির ভেতরে কেন টিকা নিলেন? জবাবে তিনি বলেন, ওইখানে (হাসপাতাল) উঠার জায়গাটায় একটা ভাঙা স্ল্যাব রয়েছে। তখন হাসপাতালের চিকিৎসকরা বললেন আমাদের এক্সপার্ট নার্স আছে ওরা এসে গাড়িতে টিকা দিয়ে দেবেন। যার কারণে ওনাকে গাড়িতে বসেই টিকা দেওয়া হয়েছে। আমরা বলেছি, ঠিক আছে। তবে, ম্যাডামের সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু ভেতরে গিয়ে টিকা নিয়েছেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, অধ্যাপক আব্দুস শাকুর খান, ডা. মোহাম্মদ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সেখানে পৌঁছালে নেতা-কর্মীরা একনজর নেত্রীকে দেখতে ভিড় করেন। এ সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা আমিনুল হক, ইশরাক হোসেন, নজরুল ইসলাম, রাজীব আহসান, মহানগরের কাজী আবুল বাশার, যুব দলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, মহিলা দলের সুলতানা আহমেদসহ অঙ্গ সংগঠনের নেতারা এবং চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় টিকা ডোজ:
খালেদা জিয়া দ্বিতীয় টিকার ডোজের তারিখ নির্ধারিত হয়েছে ১৯ আগস্ট।
গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপসের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।