ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

জাসদকে মাস্ক উপহার দিল চীনের কমিউনিস্ট পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
জাসদকে মাস্ক উপহার দিল চীনের কমিউনিস্ট পার্টি

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) মাস্ক ও ইনফারেড থার্মোমিটার উপহার দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।  

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে কমিউনিস্ট পার্টি অব চায়নার আন্তর্জাতিক বিভাগের পক্ষ থেকে ঢাকার চীনা দূতাবাসের মাধ্যমে জাসদের কাছে এ উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।

এ সময় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জসিম উদ্দিনের কাছে এসব উপহার সামগ্রী তুলে দেন চীনা দূতাবাসের কর্মকর্তা মি. ফেং।

করোনা সংক্রমণ মোকাবিলা স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য ভ্রাতৃপ্রতিম দল হিসেবে জাসদকে ১০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ২০টি ইনফারেড থার্মোমিটার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।