ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

দেশকে বিরোধীদল শূন্য করতে নতুন ষড়যন্ত্র হচ্ছে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
দেশকে বিরোধীদল শূন্য করতে নতুন ষড়যন্ত্র হচ্ছে: রিজভী খাদ্য বিতরণ করছেন রুহুল কবির রিজভী। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। ওই হত্যাকাণ্ডের তদন্ত হয়েছে, বিচারও হয়েছে।

কিন্তু এখন ষড়যন্ত্রমূলকভাবে সেই ঘটনা নিয়ে জিয়াউর রহমানকে সামনে আনা হয়েছে। বিএনপিকে নির্মূল করতে এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে সরকার।

সোমবার (১৬ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত করোনা হেল্প সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৫ আগস্টের ঘটনার বিচারের পর, এসবের মূল উদ্দেশ্যই হচ্ছে বিএনপিকে নির্মূল করা। দেশকে বিরোধীদল শূন্য করা।

সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকার মানুষের জীবন নিয়ে খেলছে। আজকে ডানে বামে কত মানুষ মারা যাচ্ছেন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কত মানুষ ঝড়ে যাচ্ছে। এটার একমাত্র কারণ সরকার পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। দেড় বছরে সরকার শুধু গলাবাজি-চাপাবাজি ছাড়া কিছুই করেনি। ফলে সারাদেশ মৃত্যুর বিভিষিকায় পরিণত হয়েছে। ’

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, উকিল আব্দুস সাত্তার এমপি, সৈয়দ একে একরামুজ্জামান, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপি, ড্যাব নেতা অধ্যাপক ডা. আব্দুস সালামসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
 
মোহাম্মদপুরে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোহাম্মদপুরে বিশেষ দোয়া মাহফিল ও গরিব অসহায়দের মধ্যে রান্না করা খাদ্য বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমানের আয়োজনে দোয়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদল নেতা জাকির হোসেন নান্নু, মৎস্যজীবীদল নেতা আবদুর রহিম, জাসাস নেতা জাকির হোসেন রুকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
এমএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।