ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

গুলি করে সরকার আন্দোলন দমন করতে চায়: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
গুলি করে সরকার আন্দোলন দমন করতে চায়: মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  এই সরকারের পায়ের নিচে মাটি নেই, জন বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য তারা পুলিশ দিয়ে গুলি করে, লাঠিচার্জ করে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়।

জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারকে পরাজিত করা সম্ভব হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটি সেই আন্দোলনে নেতৃত্ব দেবে।

মঙ্গলবার(১৭ আগস্ট) বেলা ১২টার দিকে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের আজকে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পন ও জিয়ারতের কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মীরা এখানে পার্কের বাইরে যখন সমবেত হচ্ছিলেন, তখন ওখানে সাড়ে দশটার সময় পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ একটা কর্মসূচিকে বানচাল করার জন্য গুলি, লাঠিচার্জ এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হকসহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আমরা সরকারের পুলিশের এমন কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি যে, এটা একটা ফ্যাসিস্ট সরকার। এভাবে নির্যাতনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক আন্দোলন ব্যাহত করার প্রচেষ্টা চালায়।

তিনি আরো বলেন, আমি ধন্যবাদ জানাতে চাই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতা ও কর্মী ভাইদের যারা শত বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে এখানে উপস্থিত হয়ে শেষ পর্যন্ত জিয়ারত করেছেন।  
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এখনও হিসাব করে বলতে পারছি না কতজন আহত হয়েছেন। আমরা জানলে আপনাদের জানাবো।

পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপি নেতাকর্মীরা আগে উস্কানি দিয়েছে। এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ। শান্তিপূর্ণ একটা বিষয়। ফুল দিতে এসেছে, জিয়ারত করবে। সেখানে উস্কানির প্রশ্নই উঠতে পারে না।

এ সময় তার সঙ্গে ছিলেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুসহ দলীয় নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময় ঘণ্টা: ১৩৫০, আগস্ট ১৭, ২০২১ 
এমএইচ/এসআইএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।