ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ক্ষমতা হারানোর ভয়ে কর্মসূচিতে হামলা: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
ক্ষমতা হারানোর ভয়ে কর্মসূচিতে হামলা: রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ফটো

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়েই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা হামলা চালিয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে স্বেচ্ছাসেবক দল আয়োজিত খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কোনো কারণ ছাড়াই জিয়াউর রহমানের মাজারে দলীয় নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও লাঠিচার্জ করা হয়েছে। তবে এর পেছনে অন্য জ্বালা রয়েছে সরকারের। সেটা হলো-গুম, খুন, নিপীড়ন উপেক্ষা করে জিয়াউর রহমানের মাজারে লাখ লাখ নেতাকর্মী ছুটে যান। এটাই তাদের সহ্য হয় না।

তিনি বলেন, ‘বিএনপি নেতারা কি মাজারে লাঠিসোটা নিয়ে গেছিলো? যারা মানুষকে ভয় পায় তারা কাপুরুষ। তাদের কোনো বীরত্ব নেই। আওয়ামী লীগের কোনো বীরত্ব নেই। কারণ তারা মানুষকে ভয় পায়। আজকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুলের শরীরে ৫০টি রাবার বুলেট লেগেছে। ’

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের পরিচালনায় মিলাদ মাহফিলে আরও অংশগ্রহণ করেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারোয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাদরেজ্জামান, কেন্দ্রীয় নেতা ফখরুল ইসলাম রবিন, ইয়াছিন আলী, ডা. জাহেদুল কবির, কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, রেজওয়ানুল হক রিয়াজ, প্রকৌশলী সাহাব উদ্দিন সাবু সহ শতাধিক নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।