ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

এরশাদের কবর জিয়ারত করলেন জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এরশাদের কবর জিয়ারত করলেন জিএম কাদের

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার (১৮ আগস্ট) সকালে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে ৬ দিনের সফরে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে লালমনিরহাট যাওয়ার পথে রংপুরের পল্লীনিবাসে উপস্থিত হয়ে তিনি কবর জিয়ারত করেন।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইয়াসিরসহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।