ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল নেতা রনি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
ছাত্রদল নেতা রনি গ্রেফতার

নারায়ণগঞ্জ: কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।  

শনিবার (২১ আগস্ট) রাতে ঢাকার মগবাজার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

রনির ভাই রানা জানান, রনিকে ঢাকার মগবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে কোন মামলায় তাকে গ্রেফতার করেছে জানা নেই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। সে একাধিক মামলার আসামি। এসব মামলায় তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ চলছে।  

এদিকে তাকে গ্রেফতারের ঘটনায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সদস্য মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।