ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

৩ ছাত্র নেতাকে প্রকাশ্যে আনার দাবি ফখরুলের

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
৩ ছাত্র নেতাকে প্রকাশ্যে আনার দাবি ফখরুলের

ঢাকা: ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ তিন ছাত্র নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করে তাদের অবিলম্বে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ আগস্ট) রাতে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

সরকারের এজেন্সিগুলোই তিন ছাত্র নেতাকে তুলে নিয়ে গেছে অভিযোগ করে মির্জা ফখরুল গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমীকে সোমবার রাত ১০টায় যাত্রাবাড়ী এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর লোকেরা তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তাদের কোনো হদিস দিচ্ছে না। এটি ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। রাষ্ট্রের মদদে এখনও বিরোধীদল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

>>>ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ ৩ ছাত্রনেতা নিখোঁজ

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।