ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ধর্ষণ মামলায় আ’লীগ নেতা ৩ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
ধর্ষণ মামলায় আ’লীগ নেতা ৩ দিনের রিমান্ডে

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় উপজেলার পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান শান্তিকে (৫৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বুধবার (০১ সেপ্টেম্বর) অভিযুক্ত জিল্লুর রহমান শান্তিকে কারাগার থেকে ইন্দুরকানী থানায় জন্য রিমান্ডে আনা হয়।

 

এর আগে, গত মঙ্গলবার (৩১ আগস্ট) ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার (এসআই) রফিকুল ইসলমের আবেদনের পরিপ্রেক্ষিতে পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত গ্রেফতারকৃত শান্তি জোমাদ্দারকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা আসামি জিল্লুর রহমানের রিমান্ড আবেদন করলে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, উপজেলার পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. জিল্লুর রহমান শান্তি জোমাদ্দারকে একই  গ্রামের এক ভ্যান চালকের অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে অপহরণ করে ধর্ষণ মামলায় গত ২৪ আগস্ট গ্রেফতার করে থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, জিল্লুর রহমান শান্তি পত্তাশী গ্রামের ওই ভ্যান চালকের অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করতেন। একপর্যায়ে ভ্যান চালক তার কন্যার সঙ্গে এমন আচরণ করতে শান্তিকে নিষেধ করেন। এসময় শান্তি ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে শান্তি ক্ষিপ্ত হয়ে ওই স্কুলছাত্রীর বাবাকে হুমকি দেন। এক পর্যায়ে চলতি বছরের মার্চ মাসে ভ্যান চালক বাবা তার মেয়েকে অন্যত্র বিয়ে দেন। বিয়ের কিছুদিন পর গত ১৬ এপ্রিল মেয়ে তার বাবার বাড়ি থেকে পার্শ্ববর্তী মোড়েরগঞ্জের কালিকাবাড়ি গ্রামে স্বামীর বাড়িতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা শান্তি ওই মেয়েকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।