ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

লুৎফুর রহমানের বাসায় নানক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
লুৎফুর রহমানের বাসায় নানক লুৎফুর রহমানের বাসায় নানক

সিলেট: বর্ষীয়ান রাজনীতিবিদ, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের মরদেহ দেখতে তার বাসায় ছুটে যান দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি অ্যাডভোকেট লুৎফুর রহমানের বড়বাজারস্থ বাসায় যান।

জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

বর্ষীয়ান রাজনীতিবিদ, গণপরিষদের সাবেক সদস্য, স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে তার শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান নানক।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।