ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন দৃশ্যমান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন দৃশ্যমান

পাবনা (ঈশ্বরদী): কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দৃশ্যমান, শেখ হাসিনার কর্মসূচি দৃশ্যমান, উন্নয়ন দৃশ্যমান।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শহীদ আব্দুস ছাত্তার মিলনায়তনে পাবনা জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, দেশে তখন খাদ্য ঘাটতি ছিল। পূর্ববর্তী পাচঁটি বছর এই বাংলাদেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপির রাজনীতিতে অতীতে কিছু অসৎ জোচ্চর, রাজনৈতিক নেতা বাংলাদেশের রাজনীতিকে   কলুষিত করেছিল। দেশ অন্ধকারে ডুবে ছিল। আজকে বঙ্গবন্ধু কন্যা, নেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশীপ অন্ধকার কাটিয়ে আলোর পথে যাত্রা শুরু করেছে। সেই অন্ধকার জগৎ থেকে আজকের বাংলাদেশ,বাংলাদেশের মানুষ আলোর পথের যাত্রী।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ বাঁধাগ্রস্ত করবার ষড়যন্ত্রে লিপ্ত এবং ঐক্যবদ্ধ। তাই সতর্ক থাকতে হবে। যে কারণে ঐক্যবদ্ধ থাকতে হবে যুবলীগের প্রতিটি নেতাকর্মীদের। কারণ যুবলীগ হলো শেখ হাসিনার ভ্যানগার্ড। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র নসাৎ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের পরিচালনায় যুবলীগের বর্ধিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন।   

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবলীগের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাহা, সহ সম্পাদক আবু রায়হান রুবেল, মনিরুজ্জামান পিন্টু, সদস্য, ইব্রাহিম হোসেন মুন,এস এম আসিফ শামস রঞ্জন, শাহিনূর রশীদ সোহেল, কামরুল হাসান কানন, আলহাজ্ব হুসাইন জয় ফারহান ফাহিম প্রমুখ।

বর্ধিত সভার দ্বিতীয় অধিবেশনে যুবলীগের  কেন্দ্রীয় নেতৃবৃন্দ পাবনা জেলার সবকয়টি  উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদক এর কাছে উপজেলার যুবলীগের সাংগঠনিক অবস্থা কী? কি ধরনের সমস্যা রয়েছে। সমাধান চান কিনা? সম্মেলন করতে আগ্রহী কিনা আদৌও, সরাসরি প্রশ্নোত্তর পর্ব শেষে সাংগঠনিক অবস্থা শক্তিশালী করতে জেলার আহবায়ক কমিটিকে নির্দেশনা দেন। জেলা যুবলীগের সম্মেলনের প্রস্তুতি নিতে নির্দেশনা প্রদান করেন।

সম্মেলনকে ঘিরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এক বিশাল তোড়ন, সম্মেলনের মিলনায়তনে মাঠ লাল-সবুজের পতাকার সাজসজ্জা, ব্যানার ফেস্টুনগুলো ছিল চোখে পড়ার মত। উল্লেখ্য পাবনার ইতিহাসে যুবলীগের এমন বর্ধিত কখনো হয়নি। বহুদিন পর যুবলীগের সংগঠনে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।

সকাল থেকে পাবনার প্রতিটি উপজেলা থেকে উপজেলা-পৌর যুবলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বর্ধিতসভা অনুষ্ঠানে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘন্টা, ৩০ সেপ্টেম্বর, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।