ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জে যুবলীগ নেতা বহিষ্কার, ২ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
গোপালগঞ্জে যুবলীগ নেতা বহিষ্কার, ২ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি 

গোপালগঞ্জ: গোপালগঞ্জে এক যুবলীগ নেতাকে বহিষ্কার ও দুই ছাত্রলীগ নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) স্ব স্ব সংগঠনের পক্ষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বহিষ্কৃত নেতা হলেন- জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো. আজিজুর রহমান (আজিজ) এবং সাময়িক অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগের দুই নেতা হলেন- কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ (ছোটন) ও সাধারণ সম্পাদক আলীউজ্জামান (জমির)।

জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক তানভীর হাসান জনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়- জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবউদ্দিন আজম ও সাধারণ সম্পাদক এম বি সাইফের (বি মোল্লা) নির্দেশক্রমে জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো. আজিজুর রহমানকে (আজিজ) দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

আর জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় তাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।