ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নৌকার মনোনয়ন না পেয়ে পদ ছাড়লেন আ.লীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
নৌকার মনোনয়ন না পেয়ে পদ ছাড়লেন আ.লীগ নেতা

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দিয়েছেন আব্দুল হামিদ।

রোববার (১০ অক্টোবর) সকালে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর লিখিত একটি আবেদনের মাধ্যমে তিনি এ পদত্যাগ করেন।

পদত্যাগ পত্রে আব্দুল হামিদ উল্লেখ করেন, দীর্ঘ সাড়ে পাঁচ বছর ধরে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি। এখন আর পারিবারিক ও ব্যক্তিগত কারণে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে চাই না।

মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিএম জুবায়ের রিগ্যান মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মালিহাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।