ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার যুবলীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১২, অক্টোবর ২৮, ২০২১
বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার যুবলীগ নেতা

জামালপুর: জামালপুরের সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার হয়েছেন এক যুবলীগ নেতা।  

জানা গেছে, বহিস্কৃত মো. সাইফুল ইসলাম খান সোহেল জামালপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

বুধবার (২৭ অক্টোবর) জেলা যুবলীগ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে এ সংক্রান্ত প্রেসবিজ্ঞপ্তি গণমাধ্যমের হাতে আসে।

দলীয় সূত্র জানায়, জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেখ মাহবুবুর রহমানকে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম খান সোহেল চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এতে দলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।  

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. এরশাদ হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক এডভোকেট রাসেদুল ইসলাম খোকন যৌথ বিবৃতিতে জানান, নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই গঠনতন্ত্রের ২২ (ক) অনুচ্ছেদ মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে মো. সাইফুল ইসলাম খানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।