ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যুবলীগের কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যুবলীগের কর্মসূচি ...

ঢাকা: বাংলাদেশের চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ।

শুক্রবার (২৯ অক্টোবর) যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিতে দেশব্যাপী সম্প্রীতি বন্ধন (মানববন্ধন), সম্প্রীতি সমাবেশ ও ‘জাগরণের জন্য সংস্কৃতি’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গান, দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি ও নাটিকা প্রদর্শন করবে যুগলীগ।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এমইউএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।