ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

কৃষি থেকে শিল্পভিত্তিক দেশ হতে যাচ্ছে বাংলাদেশ

সাভার করেসপন্ডেন্ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, অক্টোবর ৩০, ২০২১
কৃষি থেকে শিল্পভিত্তিক দেশ হতে যাচ্ছে বাংলাদেশ

সাভার (ঢাকা): বাংলাদেশ এখন কৃষিভিত্তিক দেশ থেকে রূপান্তর হয়ে শিল্পভিত্তিক দেশ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ।

শনিবার (৩০ অক্টোবর) বিকেলে আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১ পুলিশ লাইন্সে শিল্পাঞ্চল পুলিশের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল মজিদ মাহমুদ বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, শিল্প খাত এগিয়ে যাচ্ছে। আজ উন্নয়নশীল দেশে যেতে হলে এই শিল্প উন্নত দেশ হতে হলে যে পদক্ষেপ সরকার নিয়েছে তার মধ্যে শিল্প পুলিশের একটি বিশাল ভূমিকা আছে।

তিনি বলেন, এখানে শ্রমিক-মালিকের যেমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে তেমনি আজকে শিল্প পুলিশের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক থাকতে হবে। আজ শিল্প পুলিশের দ্বায়িত্ব অনেক। আমাদের যেখানে ব্যবসায়ী সম্প্রদায় রয়েছে সরকারের পক্ষ থেকে সবাইকে তাদের সহযোগিতা করতে হবে। আমাদের শ্রমিক সংগঠনের যারা আছেন তাদেরও সহযোগিতা করতে হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।