ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আ.লীগের নাম নেওয়ার লোক থাকবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
‘আ.লীগের নাম নেওয়ার লোক থাকবে না’

ঢাকা: এবার ক্ষমতা হারালে আগামী ৪২ বছর আওয়ামী লীগের নাম নেওয়ার লোক থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ক্ষমতাসীন দলটির উদ্দেশ্যে তিনি বলেন, সাম্প্রদায়িক দাঙ্গার নামে যে রাজনৈতিক হামলা করছেন, সেসব নাটক বন্ধ করেন।

সোমবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ এ প্রতিবাদ সভার আয়োজন করে।

গয়েশ্বর রায় বলেন, সম্প্রতি দেশজুড়ে যে হামলা হয়েছে, সব হামলা রাজনৈতিক। এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়। এ ঘটনা ঘটিয়ে গায়েবি মামলা, মিথ্যা মামলা দিয়ে পুলিশকে টাকা কামানোর সুযোগ করে দিয়েছে সরকার। পুলিশ সোর্স অব ইনকাম বাড়াতে চায় বলে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে, গ্রেফতার করছে। পৃথিবীর কোনো দেশে নেই যে, সরকার তার কর্মকর্তাদের ঘুষ দেয়। কিন্তু আমাদের দেশের সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ঘুষ দিয়েছে। নির্বাচনের আগে তাদের হাজার হাজার কোটি টাকা ঘুষ দিয়েছে।

তিনি বলেন, সরকারের সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে টাকা লুট করেছে। উন্নয়নের নামে লুট করেছে। তারা দেশ থেকে ১০ লাখ কোটি টাকা পাচার করেছে।

গয়েশ্বর বলেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ বা মৌলবাদ নেই। সব নাটক করা হয়। শেখ হাসিনাকে টিকিয়ে রাখতেই এসব করা হয়। বাংলাদেশের মানুষ নিষ্ঠার সঙ্গে সব ধর্ম পালন করে। অথচ মৌলবাদের তকমা দিয়ে জাতিকে অপমাণ করা হয়।

তিনি আরও বলেন, বরকত উল্লাহ বুলু বা বিএনপির কোনো নেতা হামলা করে নাই। এটা শেখ হাসিনা জানেন, পুলিশ জানে, সাধারণ মানুষও জানে। দেশের ১৮ কোটি মানুষ সব জানে। এসব নাটক মানুষ বিশ্বাস করে না।

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, বিএনপি নেতা মিয়া মো. আনোয়ার, কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।