ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নৌকার ভোট ওপেন, এর বাইরে কোনো কথা নয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
‘নৌকার ভোট ওপেন, এর বাইরে কোনো কথা নয়’

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন।

ওই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন জাবেদ হোসেন।

আর দলের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে আছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন ভূইয়া।

গত রোববার (৭ নভেম্বর) রাতে ওই ইউনিয়নের সদস্য পদের প্রার্থীদের নিয়ে ভাদুরের পৈতপুর গ্রামে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলামের বাড়িতে এক বৈঠকে বসেন হাবিবুর রহমান পবন। বৈঠকে পবনের দেওয়া বক্তব্যের চার মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সোমবার (৮ অক্টোবর) বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।  

বৈঠকে তিনি ইউপি নির্বাচনের সদস্য প্রার্থী, নেতাকর্মী ও উপস্থিত লোকজনকে নির্দেশনা দিয়ে বলেন, ‘সবার ভোট সবাই করবেন। কিন্তু মাইন্ড ইট, নৌকার ভোট ওপেন দিতে হবে। মেম্বারি যেই করেন গোপনে, আপনাকে কেউ ভোট দিক- এটাতে আমাদের অসুবিধা নেই। কেউ কাউকে ডিস্টার্ব করবেন না। কিন্তু নৌকাকে ওপেন রেখে ভোট করবেন। এর বাইরে কোনো কথা নয়। আর যদি মনে করেন, আপনি বঙ্গবন্ধুর নীতি আদর্শকে বিশ্বাস করেন না, তাহলে আপনার রাস্তা আপনে দেখতে পারেন। আপনার তো আর ভোটের দিন কোনো কাজ নেই। কারণ আপনার ভোট অন্তর্গত হইতাছে না। ’

তিনি আরো বলেন, ‘নৌকার মাঝি জাবেদ হোসেনকে জননেত্রী পছন্দ করেছেন। আগামী ২৮ তারিখ নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ’

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা রির্টানিং কর্মকর্তা আবু তাহের গণমাধ্যমকে বলেন, প্রতীক বরাদ্দ দেওয়ার আগে ভোট চেয়ে প্রচার প্রচারণা চালানো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। ভাদুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণা ও যুবলীগ নেতার বক্তব্যের বিষয়ে কেউ আমাকে জানাননি।

আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নের ভোট হবে। আগামী ১২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।