ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিসিইউতে মির্জা আব্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
সিসিইউতে মির্জা আব্বাস মির্জা আব্বাস

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়েছে।  

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১৬ নভেম্বর) দিনগত রাত দেড়টায় তাকে রাজধানীর এভারকেয়ার (এ্যাপোলো) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওই হাসপাতালের  হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

‘শাহজাহানপুরের নিজ বাসায় অবস্থানকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় কিছু ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ রয়েছেন। তার স্ত্রী আফরোজা আব্বাস তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।