ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিকলীর ধনু নদীতে বিএনপি নেতার মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
নিকলীর ধনু নদীতে বিএনপি নেতার মরদেহ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ধনু নদীতে নিখোঁজ বিএনপি নেতা মইজ উদ্দিনের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২১ নভেম্বর) দুপুরের দিকে নদীর ঘোরাদিঘা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিনগত রাতে ওই নদীতে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিহত মইজ উদ্দিন একই উপজেলার সিংপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মলহাঁটির মৃত মধু মিয়ার ছেলে। তিনি সিংপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর দিনগত রাত সাড়ে ১২টার দিকে জাল ও নৌকা নিয়ে বাড়ির পাশে ধনু নদীতে যান মইজ উদ্দিন। পরের দিন শুক্রবার (১৯ নভেম্বর) সকালে নদীতে তার ব্যবহৃত নৌকাটি ভাসতে দেখা যায়। কিন্তু মইজ উদ্দিনের খোঁজ মিলেনি। পরে নিখোঁজ মইজ উদ্দিনের পরিবার এ ব্যাপারে নিকলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ ধনু নদীতে জাল ফেলে উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজের সন্ধান পায়নি। রোববার সকালে ধনু নদীতে মইজ উদ্দিনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরে দুপুরের দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।