ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চৌহালীর ৫ আ.লীগ নেতাকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
চৌহালীর ৫ আ.লীগ নেতাকে বহিষ্কার ...

সিরাজগঞ্জ: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সিরাজগঞ্জের চৌহালীতে ৫ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।  

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তাজ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঘোড়জান ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রমজান আলী, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক ও বাঘুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী ও সাবেক স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফকির শরীফ উদ্দিন, উমারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন মণ্ডল এবং কার্যকরী সদস্য জোবেদ আলী সরদার।

তাজ উদ্দিন বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সোমবার (৬ ডিসেম্বর) রাতে দলের ৫ নেতাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে জেলা আওয়ামী লীগ। বহিষ্কারের বিষয়টি প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে মাইকে প্রচারের মাধ্যমেও জানানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।