ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সব পর্যায়ের ইউনিট কমিটি বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সব পর্যায়ের ইউনিট কমিটি বিলুপ্ত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে।  

কমিটিগুলো পুনর্গঠনের লক্ষ্যে গত ২০ ডিসেম্বর সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।  

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভায় উপস্থিত একাধিক নেতা নিশ্চিত করেন।  

জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বিলুপ্ত থানা, পৌরসভা ও ইউনিয়ন কমিটিগুলোতে আহ্বায়ক কমিটি গঠনে জেলা পর্যায়ের নেতাদের সফর সূচির তারিখ যত দ্রুত সম্ভব জানানো হবে।  

তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।  

জেলা কমিটির আহ্বায়ক গোলাম জাকারিয়া জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে নতুন কমিটি গঠনের কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনানুযায়ী গত ০৮ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় সব পৌরসভা ও উপজেলা পর্যায়ের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।