ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খুলনা বিএনপির নেতা মঞ্জুকে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
খুলনা বিএনপির নেতা মঞ্জুকে অব্যাহতি

ঢাকা: নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

নজরুল ইসলামকে অব্যাহতি দিয়ে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা তাকে জানিয়ে দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

কিছু দিন আগে খুলনা মহানগর ও জেলা কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি করা হয়। ওই কমিটিতে রাখা হয়নি নজরুল ইসলাম মঞ্জুকে। তিনি দীর্ঘদিন ধরে খুলনা মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে খুলনায় সংবাদ সম্মেলন করেছেন নজরুল ইসলাম মঞ্জু।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা,  ডিসেম্বর ২৫, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।