ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

রাজনীতি

মহানগর উত্তর বিএনপির কর্মীসভায় হামলা, আহত ১৫

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
মহানগর উত্তর বিএনপির কর্মীসভায় হামলা, আহত ১৫

ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মীসভায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে দলটি। এতে দলটির ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকার ছায়ানীড় রেস্টুরেন্টে আয়োজিত কর্মীসভায় এ হামলার ঘটনা ঘটে।

মহানগর উত্তর বিএনপি নেতাকর্মীরা জানান, শনিবার দলটির মোহাম্মদপুর জোনের শেরে বাংলা থানাধীন ২৭, ২৮ ও ৯৯ ওয়ার্ড বিএনপির কর্মীসভা ছিল। রাজধানীর ফার্মগেট এলাকার ছায়ানীড় রেস্টুরেন্টে আয়োজিত কর্মীসভায় উপস্থিত মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বক্তব্য দেওয়ার সময়ে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা করেন। এতে বিএনপির অন্তত ১৫/২০ জন আহত হয়েছেন। একইসঙ্গে হামলাকারীরা রেস্টুরেন্টেও ভাঙচুর করেন বলে তারা জানান।

আমিনুল হক জানান, দেশকে গণতন্ত্রহীন করার শেষ প্রক্রিয়ায় এ হামলা হয়েছে। আওয়ামী লীগ কখনোই বিরোধী মত ও পথকে সহ্য করতে পারে নাই। ক্ষমতাসীন দলের এসব অঙ্গ সংগঠন জাতির জন্য কলঙ্ক। আমরা এ হামলার সমুচিত জবাব একদিন অবশ্যই দেবো।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।